রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৩

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো পুরাণবাজারের ৪৮তম ইসলামী মহাসম্মেলন

অনলাইন ডেস্ক
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো পুরাণবাজারের ৪৮তম ইসলামী মহাসম্মেলন

মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চাঁদপুর পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠের ৪৮তম ইসলামী মহাসম্মেলন। রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয় দুই দিনব্যাপী এই ইসলামী মহাসম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার বাদ এশা মুসল্লিদের ঢল নামে সম্মেলন ময়দানে। ২৯ ডিসেম্বর রোববার বাদ ফজর দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল আউয়াল (দা.বা.) পীর সাহেব ও খতিব, ডিআইটি জামে মসজিদ, নারায়ণগঞ্জ। পুরাণবাজার ইমাম পরিষদ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাহাদুরপুরের পীর সাহেব হযরত মাওলানা মবিন আহমদ নওশীন মিয়া। সঞ্চালনা করেন পুরাণবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী। ১ম দিন বয়ান করেন মাওলানা আবুল হাসান রাজাপুরী, শিক্ষাসচিব, কাসেমুল উলুম মাদরাসা, কুমিল্লা; মাওলানা শাহ তৈয়্যব আশরাফ, মুহতামিম, মারকাযুল এহসান, ঢাকা; মুফতি ইলিয়াস হামিদী, খতিব, বায়তুল আকসা জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা; মাওলানা হুসাইন আহমাদ, মুহতামিম, খেড়িহর মাদরাসা, শাহরাস্তি; মাওলানা নূরুল ইসলাম শরিফ, মুফাসসিরে কুরআন, হাতিয়া, নোয়াখালী। ২৮ ডিসেম্বর শনিবার ২য়দিন তাশরিফ আনেন মুফতি আবু সাঈদ, পীর সাহেব, ফুলছোঁয়া, বাকিলা; মুফতি দেলোয়ার হোসাইন, মুহতামিম, আকবর কমপ্লেক্স, ঢাকা; মাওলানা মাহবুবে এলাহী, মুহতামিম, উজানী মাদরাসা, কচুয়া; মুফতি নোমান কাসেমী, মুহতামিম, আল মারকাজুল হানাফী বাংলাদেশ, ঢাকা; মাও. হানজালাহ আহমাদ, পীরজাদা, বাহাদুরপুর। ইসলামী মহাসম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত চাঁদপুরের বরেণ্য ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খাজা আহমদুল্লাহ, মাওলানা জাফর আহমাদ, মাওলানা লিয়াকত হোসাইন, মুফতি মাহবুবুর রহমান, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা কারী আশরাফ আলী, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মাওলানা নুরুল আমিন জিহাদী, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মাকসুদুর রহমান, মুফতি শাহাদাত হোসাইন কাসেমী, মাওলানা ইলিয়াস ফরিদী, মুফতি ইব্রাহীম খলিল মাদানী, হাফেজ মাওলানা ফরিদ আহমদ। ইসলামী মহাসম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল স্তরের ধর্মপ্রাণ মুসল্লিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মাহফিল এন্তেজামিয়া কমিটি। চাঁদপুর পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ৪৮তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শেষদিন আমন্ত্রিত অতিথির বয়ান করেন মুফতি আবু সাঈদ, পীর সাহেব, ফুলছোঁয়া, বাকিলা, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়