বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ২১:১৩

নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা

দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মকারীদের ছাড় দেয়া হবে না : মাহবুবুর রহমান শাহীন

গোলাম মোস্তফা
দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মকারীদের ছাড় দেয়া হবে না : মাহবুবুর রহমান শাহীন
জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীন।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন বলেছেন, দেশের জনগণের ভালোবাসার একমাত্র রাজনৈতিক দল বিএনপি। প্রতিষ্ঠালগ্ন থেকে এ দল জনগণের সুখ-দুঃখের সাথী। বিগত ফ্যাসিস্ট সরকার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত করে এবং ষড়যন্ত্র করেও এ দলের নাম জনগণের হৃদয় থেকে মুছতে পারেনি। জনগণের ভালোবাসার রাজনৈতিক দল বিএনপি। তাই কেউ এ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যুতা বা কোনো অপকর্ম করলে তার দায় দল নিবে না। বরং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী অপকর্মকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দলের নেতা-কর্মীরা প্রতি মুহূর্তে নানা হয়রানির শিকার হয়েছেন। আমাদের দলের হাজার হাজার নেতা-কর্মীকে জীবন দিতে হয়েছে। অনেক নেতা-কর্মী পঙ্গুত্ববরণ করে এখনো জীবনের ঘানি টানছেন। এ সকল বিষয় আমাদের স্মরণ রাখতে হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মানুষ। প্রতিটা মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ রয়েছে। সেই জায়গা থেকে দলের নেতা-কর্মীরা কেউ আমাকে, কেউ অমুককে পছন্দ করতেই পারেন। এজন্যে যারা আমাকে পছন্দ করেন, তারা আমার লোক, অন্যরা যারা আমাকে পছন্দ করেন না, তারা আমার লোক না, আমরা যারা নেতৃত্ব দিই বা দেয়ার জন্য চেষ্টা করি, তাদের এ ধরনের মনমানসিকতা পরিহার করতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। তিনি আরো বলেন, দেশ ও জাতিকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং আগামী নির্বাচনেও বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এটিকে মোকাবেলা করে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তাই আসুন বিভেদ নয়, ঐক্য। এই শ্লোগানকে বাস্তবে পরিণত করতে দলের সকল স্তরের নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাই। মাহবুবুর রহমান শাহীন (১৩ ডিসেম্বর ২০২৪) শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের গুয়াখোলাস্থ নিজ বাসভবনে চাঁদপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় চাঁদপুর জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মাহবুবুর রহমান শাহীন দু'টি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়