রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:২৩

চাঁদপুরে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দলের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক ॥
চাঁদপুরে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা দলের জয়লাভ
চাঁদপুর স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম জেলা ক্রিকেট দল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ম্যাচে অংশ নেন চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ শামীম ফারুকী, চট্টগ্রামের টিম ম্যানেজার রাজু, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিসিবির জেলা কোচ রুহুল কুদ্দুস শামীম, ক্রিকেটার মোরসালীনসহ দু দলের ক্রিকেটার ও কর্মকর্তারা।

উদ্বোধন ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম জেলা ক্রিকেট দল। তারা ৪৮ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৫৯ রান করেন। দলের পক্ষে আফ্রিদি সর্বোচ্চ ৪৯ রান করে। ব্রাক্ষণবাড়িয়া জেলা ক্রিকেট দল ১৬০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ৪৫ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৩৮ রান করে। চট্টগ্রাম জেলা দল ২১ রানে জয়লাভ করে। আজ বুধবারের ম্যাচে অংশ নেবে লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়