প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২২:০৪
বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় উল্লাসকে হীন উদ্দেশ্যে ভিন্নখাতে প্রবাহিত করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
---জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক
অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করায় চাঁদপুরের তরুণরা বিজয় উল্লাস, মিছিল ও মোটর শোভাযাত্রা করেছে। তারই অংশ হিসেবে আনন্দ-উল্লাস করতে আতশবাজি করেছে। কিন্তু একটি কুচক্রি মহল এই আনন্দ উল্লাসকে শহরজুড়ে আতঙ্ক, ককটেল বিস্ফোরণ বলে সোশ্যাল মিডিয়া ও কিছু নিউজ পোর্টালে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদদে মানুষের মনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রোপাগান্ডা করেছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী। তিনি এক বিবৃতিতে বলেন, শান্ত চাঁদপুরকে অশান্ত করতে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত জনৈক ব্যক্তি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ১৭ বছরের বিভিন্ন ষড়যন্ত্র রুখে দিয়েছে ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লব হয়। নতুন কোনো ষড়যন্ত্র কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী করলে চাঁদপুর জেলা ছাত্রদল তার দাঁতভাঙ্গা জবাব দেবে। চাঁদপুর পৌর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফয়েজের উপর নৃশংস হামলায় যারা মদদ দিয়েছেন, যারা ঘৃণ্য এই ঘটনা ঘটিয়েছেন। তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।