বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৩

হাজী মোশারফের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান

স্টাফ রিপোর্টার
হাজী মোশারফের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান
চাঁদপুর শহরের কোড়ালিয়া ফজলুর রহমান হাওলদার বাড়িতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার কবর জিয়ারতশেষে মোনাজাত করা হচ্ছে।

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ মোশারফ হোসেনের মাতা জাহেদা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৯ ডিসেম্বর ২০২৪) বাদ জোহর চাঁদপুর শহরের কোড়ালিয়া হাওলাদার বাড়ি মসজিদে দোয়া ও সংলগ্ন কবরস্থানে জিয়ারত অনুষ্ঠিত হয়। জিয়ারতশেষে দোয়া পরিচালনা করেন নিশি বিল্ডিং হাওলাদার জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি আশেক এলাহী। এদিন সকাল থেকেই মরহুমার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত ও তিন খতম করা হয়।

দোয়া অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা জজ আদালতের জিপি এজেডএম রফিকুল হাসান রীপন, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ পাটোয়ারীসহ রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ । চাঁদপুর শহর এলাকার প্রায় তিন হাজারের মতো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দল মত নির্বিশেষে হাজী মোশারফ হোসেনের মায়ের জন্যে আয়োজন করা দোয়া অনুষ্ঠান এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়