রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানার শাহ্ আলম

অনলাইন ডেস্ক
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানার শাহ্ আলম

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ (সেবা) অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্যে জেলা পুলিশ চাঁদপুর জেলার মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম (সেবা)-এর হাতে ক্রেস্ট তুলে দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর-এর উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। পুলিশ সুপারের হাত থেকে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা সনদ গ্রহণ করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম।

এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম ওসি (তদন্ত) হতে সম্প্রতি একই থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের শুরুতেই তিনি মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সামাজিক সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সুষ্ঠু সুন্দরভাবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেন। তাঁর এই ভূমিকার স্বীকৃতি হিসেবে জেলার ওসিদের মধ্যে তাঁকে শ্রেষ্ঠ (সেবা) ওসির সম্মানে ভূষিত করা হয়।

ওসি মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কাজের অনুপ্রেরণা যোগাবে। এই অর্জন ধরে রাখতে তিনি ফরিদগঞ্জ থানার অন্যান্য পুলিশসহ ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। সূত্র : দৈনিক তৃতীয় মাত্রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়