প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪
আহ্বায়ক-শাহজাহান সিদ্দিকী : সদস্য সচিব - সুফী খোকন
চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপ ফোরাম গঠিত
চাঁদপুর জেলা মুক্ত স্কাউট গ্রুপ সমূহের অধিকার, সমস্যা, সম্ভাবনা নিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপ ফোরাম গঠন করা হয়েছে। গত ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ে চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি সহকারী লিডার ট্রেনার শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন মাস মেয়াদী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. শাহজাহান সিদ্দিকীকে আহ্বায়ক ও কমিউনিটি পুলিশিং ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক সুফী খায়রুল আলম খোকনকে সদস্য সচিব মনোনীত করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. আখতারুজ্জামান এলটি, শেখ নাসিম বেগম মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নজরুল ইসলাম, হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপের সভাপতি বিপ্লব সরকারকে মনোনীত করা হয়। কমিটির সদস্য হিসেবে ফরিদগঞ্জ ওনুআ স্কাউট গ্রুপের সম্পাদক জিয়াউর রহমান, কচুয়া ডা. মকবুল হোসেন মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আতিক হোসেন, শাহরাস্তি মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক নূর নবী, ক্রিয়েটিভ আরএস ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক আরিফ হোসেন অপু, ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক, চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক নেয়ামত হোসেন, হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ওয়ালিদ হোসেন, হাইমচর মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মুজিবুল হক গাজী এবং হাজীগঞ্জ জেকে মুক্ত স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যাংকার শহীদুল হক সুমনকে মনোনীত করা হয়। ফোরামের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মাসুদ দেওয়ান।