সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২০:১৬

জেলা শিল্পকলা একাডেমি চালুর দাবিতে স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি
জেলা শিল্পকলা একাডেমি  চালুর দাবিতে স্মারকলিপি

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি সংস্কার, শ্রেণি কার্যক্রম চালু ও সাংস্কৃতিক অঙ্গন উজ্জীবিত করতে চাঁদপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। রোববার (২৪ নভেম্বর ২০২৪) জেলা প্রশাসকের নিকট ২৪টি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ এরশাদ উদ্দিন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন বাবর, অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য সচিব মুহাম্মদ আলমগীর, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি, মেঘনা থিয়েটারের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডাক্তার, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি দিলীপ কুমার ঘোষ, নতুনকুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মানছুরা আক্তার কাজল, প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জুয়েল হোসেন ফারাবি, চাঁদপুর লেখক পরিষদের অর্থ সম্পাদক ইমরান শাকির ইমরু ও অরূপ নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র দাস।

স্মারকলিপির একাংশে উল্লেখ রয়েছে, জেলা শিল্পকলা একাডেমির শ্রেণি কার্যক্রম চার মাস বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিই একমাত্র স্থান। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, শিল্পকলা একাডেমি ব্যবহারের পরিবেশ না পাওয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্জীব হয়ে আছে। সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ছে, সাংস্কৃতিক কর্মীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। তাতে তরুণ যুব সমাজের একটা বড় অংশ অপরাধমূলক কাজে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে সুন্দর ও টেকসই সমাজ গঠনে এক ধরনের অন্তরায় তথা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। নেতৃবৃন্দ অবিলম্বে সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে জেলা শিল্পকলা একাডেমি উন্মুক্ত করে দিতে জেলা প্রশাসককে অনুরোধ জানান। যেসব সংগঠনের প্রতিনিধিদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়, সেগুলো হলো : জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র, চর্যাপদ সাহিত্য একাডেমি, দোয়েল সাংস্কৃতিক সংগঠন, অনন্যা নাট্যগোষ্ঠী, স্বরলিপি নাট্যগোষ্ঠী, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, অনুপম নাট্যগোষ্ঠী, প্রতিভা সাংস্কৃতিক সংগঠন, অনন্যা নাট্যগোষ্ঠী, নতুনকুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, জিয়া সাংস্কৃতিক সংগঠন, অরুপ নাট্যগোষ্ঠী, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তন, চাঁদপুর লেখক পরিষদ, বঙ্গজ সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠী, সংগীত নিকেতন, নটমঞ্চ, মৃদঙ্গ, নজরুল গবেষণা পরিষদ, চিত্রকলা চারু-কারু প্রতিষ্ঠান, বিনিময় নাট্যগোষ্ঠী, সপ্তরূপা নৃত্য শিক্ষালয় ও মেঘনা থিয়েটার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়