বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৯:৩৬

হাজারী গলির উত্তেজনা নিরসনে চসিক মেয়র সকাশে

হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি।
হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ

ইসকন সংক্রান্তে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হাজারী গলির বিরাজমান উত্তেজনা নিরসন, এলাকাায় শান্তি প্রতিষ্ঠায় নিরাপরাধ ঔষধ ব্যবসায়ী ও কর্মচারীদের গ্রেপ্তার না করতে, ইতিপূর্বে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটককৃতদের মধ্য হতে নিরাপরাধ ঔষধ ব্যবসার মালিক-শ্রমিকদের মুক্তি দেয়ার বিষয়ে সহযোগিতা চেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের সাথে বৈঠক করেছেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা (বিসিডিএস) শাখা, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

১০ নভেম্বর (রোববার) ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে উক্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে বক্তব্য রাখেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম-এর সভাপতি আজগর আলী, সমিতির সহ-সভাপতি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ. তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মি. যিসু বণিক। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক বিকাশ কান্তি সিংহ, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম জেলা শাখা(বিসিডিএস)’র সহ-সভাপতি জয় প্রকাশ দাশ, সহ-সভাপতি শাহজাহান ছিদ্দিকী, সহ-সভাপতি দিলীপ কুমার ধর, যুগ্ম সম্পাদক রাজীব ধর তমাল, প্রশান্ত কুমার পান্ডে প্রমুখ।

বৈঠকে উপস্থিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ চসিক মেয়রের দৃষ্টি আকর্ষণ করে গত ৫ নভেম্বর হাজারী গলি ও আশপাশের এলাকায় সংঘটিত ঘটনায় যৌথবাহিনীর উপর দুষ্কৃতকারীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরূপ ঘটনা আর পুনরাবৃত্তি না হওয়ার জন্যে সচেষ্ট থাকার প্রতিশ্রুতিসহ প্রকৃত দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং জাতীয় অর্থনীতির যোগানদাতা জীবনরক্ষাকারী বাংলাদেশের বৃহৎ ঔষধ বাণিজ্য হাব হাজারী গলির ঔষধ ও জুয়েলারী মার্কেট ও দোকান নিরবিচ্ছিন্নভাবে খোলা রাখার পরিবেশ নিশ্চিত করার জন্যে আটককৃতদের মধ্যে নিরপরাধীদের মুক্তিসহ অত্র ঘটনায় লিপিবদ্ধ মামলার এজাহার বহির্ভূত নতুন করে নিরাপরাধ কোনো ঔষধ ব্যবসায়ী ও কর্মচারীকে ঢালাওভাবে গ্রেপ্তার না করতে মাননীয় চসিক মেয়রের আইনগত সহযোগিতা কামনাসহ হাজারী গলির অভ্যন্তরীণ ও বহিরাগত দুষ্কৃতকারীদের কবল থেকে ও পতিত স্বৈরাচারের দোসরদের ইন্ধন ও প্ররোচনায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র থেকে ঐতিহ্যবাহী হাজারী গলির ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিতকরণে হাজারী লেইন, টেরীবাজার ও কেসি দে রোড এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদারকরণসহ এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়