শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ২১:২৫

চাঁদপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতামূলক সভা

চাঁদপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার সকালে চাঁদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সহায়তায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন । এ সময় তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ সন্তানদের কথা চিন্তা করে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হতে হবে । সবার মাঝে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।এ বিষয়ে আমরা সকলে সকলের জায়গা থেকে সজাগ হতে হবে। আপনারা শপথ নেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো এন্টিবায়োটিক ব্যবহার করবেন না।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাখাওয়াত হোসেন, আবদুল্লা আল জুবায়ের, স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ইউছুফ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম ।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ঔষধ তত্ত্বাবধায়ক গাজী মোঃ দিদারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিডিএস চাঁদপুরের সহ-সভাপতি সুভাষ সাহা।

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধকল্পে এবং ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩-এর উপর এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়