বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:০২

স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা

ফরিদগঞ্জ ব্যুরো
স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা

স্বামীর সাথে ঝগড়া করে ফরিদগঞ্জে সাবিনা আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে পৌর এলাকার পূর্ব বড়ালি গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনা আক্তার পূর্ব বড়ালী গ্রামের কাউসার হোসেনের স্ত্রী ও একই এলাকার শুক্কুর আলীর মেয়ে। সংবাদ পেয়ে থানা পুলিশ সোমবার (২ ডিসেম্বর) রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ময়না তদন্তের জন্যে চাঁদপুর প্রেরণ করেছে।

জানা যায়, সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় স্বামী কাউসারের সঙ্গে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সাবিনা আক্তারের। এক পর্যায়ে স্ত্রীকে চড় থাপ্পর দিয়ে বাড়ির বাইরে চলে যায় তার স্বামী। এর জের ধরে সাবিনা নিজেদের দো-চালা টিনের বসতঘরে শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের লোকজন টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাবিনা আক্তারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর হাসপাতাল থেকে সাবিনার স্বামীর বাড়ির লোকজন পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম বলেন, সাবিনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়