প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৯
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমান খালাস
নারায়ণপুর বাজারে বিএনপির আনন্দ মিছিল
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামী খালাস পাওয়ায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) সকাল ১১টায় নারায়ণপুর ও খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নারায়ণপুর কলেজ রোড থেকে শুরু হয়ে মতলব-গৌরিপুর- পেন্নাই সড়ক ও নারায়ণপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিলানী তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য মো. সুলতান কাজী, নারায়ণপুর ডিগ্রি কলেজ এডহক কমিটির সভাপতি মো. মাসুদ হাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ঢালী, মো. সোহাগ বকাউল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রানা প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মজুমদার প্রমুখ। পথসভায় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাত প্রধান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. সজিব মজুমদার, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদ কাজী, যুগ্ম আহ্বায়ক মো. সোলাইমান প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা।