বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ২০:০৮

বিজয়ীর ফেসবুক গ্রুপে ১৪ হাজার সদস্যপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার
বিজয়ীর ফেসবুক গ্রুপে ১৪ হাজার সদস্যপূর্তি উদযাপন
চাঁদপুরে 'বিজয়ী'র ফেসবুক গ্রুপের ১৪ হাজার সদস্যপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।

নারী উদ্যোক্তাদের নিয়ে চাঁদপুরের প্রথম প্রশিক্ষণ বেইজড নারী সংগঠন 'বিজয়ী' নারী উন্নয়ন সংস্থার সোস্যাল মিডিয়া ফেসবুক গ্রুপে ১৪ হাজার সদস্য হওয়ায় কেক কেটে সেটি উদযাপন করেন বিজয়ী-এর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানসহ বিজয়ীর সদস্যবৃন্দ।

২৫ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের পুরাণবাজারে 'বিজয়ী'র কার্যালয়ে এ উপলক্ষে উদ্যমী নারী উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা ও কেককাটা হয়। নারী উদ্যোক্তাদেরকে উৎসাহ দিতে বিভিন্ন পরামর্শমূলক আলোচনা করে বক্তব্য রাখেন তানিয়া ইশতিয়াক খান। তিনি বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠিত 'বিজয়ী' আজ বিজয়ের পথে। আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যমী শত শত নারী উদ্যোক্তা আজ সবাই একই কাতারে একই পতাকাতলে, ১৪ হাজার সদস্যের এক বিশাল সোস্যাল মিডিয়ার বড় গ্রুপ (বিজয়ী Bijoyi), যেখানে উদ্যোক্তাদের তৈরি পণ্য খাদ্য সেবাসমূহ ক্রয়-বিক্রয় হচ্ছে নির্দ্বিধায়। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো। উপস্থিত অতিথিদের ও নারী উদ্যোক্তাদের পারিবারিকভাবে যারা সহায়তা করছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান তানিয়া খান। তিনি চাঁদপুরসহ সকল প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়