বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:৪১

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সেবা মাস পালন

চৌধুরী ইয়াসিন ইকরাম
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সেবা মাস পালন

অক্টোবর সেবা মাস পালনকল্পে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এই মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী (জেলা ৩১৫ বি ৩ বাংলাদেশ)-এর উদ্যোগে শনিবার (১২ অক্টোবর) ক্লাবের পক্ষ থেকে র‌্যালি, ডায়াবেটিস, চক্ষু ও রক্ত পরীক্ষা, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও চিকিৎসা সেবার উপকরণ বিতরণ ও ক্লাবের সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ছায়াবাণী, নতুন বাজার এলাকা প্রদক্ষিণ করে কালীবাড়ি এসে শেষ হয় । র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ৩-এর জেলা গভর্নর লায়ন সাব্বির মোঃ সায়েম, সাবেক জেলা গভর্নর লায়ন শামসুল আলম খোকন, ডিস্ট্রিক্ট ট্রেজার লায়ন মো. শহিদুল ইসলাম, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লায়ন খোরশেদ আলম বাবুল, সাবেক সভাপতি লায়ন অ্যাড. সেলিম আকবর, লায়ন জাকির হোসেন, লায়ন সাকী কাওসারসহ ক্লাবের সদস্যরা ও লিও ক্লাব অব চাঁদপুরের সদস্যবৃন্দ।

র‌্যালি শেষে শহরের আল্লাহু চত্বর সংলগ্ন পুলিশ বক্সের সামনে ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে ডায়াবেটিস, চক্ষু ও রক্ত পরীক্ষা উদ্বোধন করা হয়। বিনা মূল্যের এ পরীক্ষা ও চিকিৎসা সেবায় শহরের বিভিন্ন এলাকার রোগীরা সেবা নেন।

চিকিৎসা সেবা উদ্বোধন শেষে শহরে জিডি রোডস্থ আনোয়ার-মতিউর মডেল মাদ্রাসার খুদে শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন সাব্বির মো. সায়েম বলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে, তারা শহরের বাইরে এসে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভালো একটি আয়োজন করেছে। শিক্ষার্থীদের তিনি উদ্দেশ্যে বলেন, প্রতিটি ঘরে ডেঙ্গু জ্বরসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। এগুলো থেকে বাঁচতে হলে এ সম্বন্ধে জানতে হবে, সতর্ক থাকতে হবে। মাদ্রাসার শিক্ষকরা এ বিষয়ে শিশুদেরকে জানাবেন। যাতে করে তারা এগুলো জানতে পারে।

তিনি আরো বলেন, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের বিনিময়ে নতুন করে বাংলাদেশ আমরা স্বাধীন পেয়েছি। তাদের ভালো কিছু করার উদ্যোগ ছিল। বাবা-মায়ের প্রতি সবসময় শ্রদ্ধা রাখতে হবে। পড়ালেখায় নিজেদের ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো কিছুর চিন্তা নিয়ে সামনের দিকে এগোতে হবে।

ক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ সাকী কাওসারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক জেলার গভর্নর লায়ন শামসুল আলম খোকন, ডিস্ট্রিক্ট জেলার লায়ন মোহাম্মদ শহীদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি লায়ন রেজাউল করিম সুমন (প্রজেক্ট), লায়ন তাজুল হক সাকির (এডমিন) রিজন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সুমন, লায়ন আরিফুর রহমান, লায়ন আবুল বাশার মিন্টু , আব্দুল্লাহ খালেক, জেলা লিও প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন, মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও আকিব দিপু, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী সভাপতি লায়ন খোরশেদ আলম বাবুল, সেক্রেটারি লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি জিকরুল হাসান, লায়ন মফিজুল ইসলাম খান সেলিম, লায়ন কিশোর সিংহ রায়, জয়েন্ট সেক্রেটারি লায়ন সাখাওয়াত খান, লায়ন গোলাম হোসেন টিটু, উপদেষ্টা লায়ন বিএম হারুনুর রশিদ, মাদ্রাসার কর্মকর্তা সাংবাদিক মুহাম্মদ আব্দুর রহমান গাজী, মামুন গাজীসহ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। প্রোগ্রাম কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন লায়ন আলমগীর আলম জুয়েল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়