বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৭:৪৬

চরমোনাইর নমুনায় মাহফিলের বাঁশ কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চরমোনাইর নমুনায় মাহফিলের বাঁশ কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন

আগামী ৮, ৯, ১০ নভেম্বর চাঁদপুরে চরমোনাইয়ের নমুনায় তিন দিনব্যাপী মাহফিলের প্যান্ডেলের কাজের জন্যে বাঁশ কালেকশন শুরু হয়েছে। এই কালেকশন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। উদ্বোধনকালে তিনি বলেন, এ মাহফিল বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত হলেও এ মাহফিলটি চাঁদপুরের সকল শ্রেণী-পেশার মানুষের হৃদয়ের মাহফিল, যেটি বিগত দিনে চাঁদপুরবাসীর কাছে একটি আবেদনের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। যে মাহফিলে বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। বিগত বছরগুলোতে আপনারা এই মাহফিলকে সর্বাত্মক কামিয়াব করার জন্যে যে শ্রম-মেহনত দিয়েছেন, তার বিনিময় আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই, যার বিনিময় একমাত্র মহান মালিকের কাছ থেকে অবশ্যই আপনারা পাবেন ।এই মাহফিলের ইন্তেজামে যতগুলো কাজ রয়েছে, তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো বাঁশ কালেকশন করা। তাই এই কঠিন কাজে যারা অংশগ্রহণ করবেন, আল্লাহ তাদের উত্তম বিনিময় দিবেন। সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড মাহফিল বাস্তবায়ন কমিটির নেতৃত্বে সকল ধর্মপ্রাণ এলাকাবাসীকে সাথে নিয়ে বাঁশ কালেকশন কার্যক্রম সম্পন্ন করার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি। এই বাঁশ কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ রাকিব হোসেন, ১২ নং চান্দ্রা ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সেক্রেটারী মোঃ মাসুদ আলম, সংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি ক্বারী মোস্তফা পাটওয়ারী, যুব নেতা আবু হুরায়রা ও বায়েজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়