রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১২:৪৭

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য

বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন

নোয়াখালী প্রতিনিধি।।
বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। এতে স্থানীয় নেতা-কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সামনে থেকে অর্ধশতাধিক মোটরসাইকেল সহকারে সুন্দলপুর ইউনিয়নের রাজুর গাঁও গ্রাম হয়ে চাপরাশিরহাট পর্যন্ত শোডাউন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আবেদকে গত ৩-৪ দিন আগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এ কারণেই বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের তার অনুসারী নেতা-কমীরা গত তিনদিন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় মিছিল নিয়ে শোডাউন করেছেন। এ সময় নেতা-কর্মীদের তাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে অর্ধশতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিএনপি নেতা আবেদ মোটরসাইকেল শোডাউন করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। মোটরাসাইকেল শোডাউন করে পূজামণ্ডপে যাওয়ার কারণে গ্রামীণ সড়ক ও বাজারে যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা জানান, দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনে শোডাউন না করতে কঠোরভাবে নির্দেশনা রয়েছে। গত ৮ সেপ্টেম্বর তৃণমূলসহ সব পর্যায়ের কমিটির কাছে এ সংক্রান্ত চিঠি পাঠায় বিএনপি। তবে দলের কেন্দ্রীয় এই নির্দেশ আমলেই নেননি বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ । যে কোনো পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত মেনে চলাই উত্তম। এভাবে দলের সিনিয়র নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তৃণমূলে বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। মোটরসাইকেল শোডাউনের বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের পূজামণ্ডপ পরিদর্শন চলছে। স্বাভাবিক ভাবে আমাদের নেতা-কর্মীরা পূজামণ্ডপে যাওয়ার সময় পরিবহন ব্যবহার করেছে। এটা কোনো মোটরসাইকেল শোডাউন বা শোভাযাত্রা নয়। কোনো ব্যক্তির শোডাউন হচ্ছে না। দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের শুভেচ্ছা জানানোর জন্যে যাচ্ছি। দলের নির্দেশ অমান্য করে কোনো নেতার শোডাউন করার বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, এ বিষয়ে পরে কথা বলবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়