প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৩
নামাজের সময়
নামাজের বিষয়ে পবিত্র কোরআন মাজীদে নির্দেশনা রয়েছে ৮২ বার। নামাজের উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা কোরআন মাজীদে বলেন, 'আর তোমরা আমার স্মরণোদ্দেশ্যে নামাজ কায়েম করো। (সুরা-২০ তহা, আয়াত: ১৪)।
|আরো খবর
আজ রোববার -১৫ সেপ্টেম্বর, ২০২৪ (৩১ভাদ্র, ১৪৩১ বাংলা, ১১ রবিউল আওয়াল, ১৪৪৬ হিজরি) চাঁদপুর জেলার
নামাজের সময়সূচি তুলে ধরা হলো
নামাজের সময় সূচি-১৫-সেপ্টেম্বর ২০২৪
ফজর ৪:২৮ মিনিট, সূর্যোদয়
৫: ৪২ মিনিট, ইশরাক ৬ :০৫
যোহর ১১:৫৯ মিনিট, আসর
৪:২৩ মিনিট, মাগরিব
৬:১১ মিনিট, এশা ৭:২৬ মিনিট
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।
বিয়োগ:
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ:
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
সংগ্রহে : দৈনিক চাঁদপুর কণ্ঠ।