রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৬ জুন ২০২১, ১০:৫৯

পানি প্রবাহ বন্ধ জলাবদ্ধতা সৃষ্টি

মাহবুব আলম লাভলু
পাউবোর খালটি যেনো কৃষকের মরণ ফাঁদ

মতলব উত্তর উপজেলার হানিরপাড়-ছেংগারচর বাজার-কালিপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর খালটি কৃষকের জন্যে মরণ ফাঁদে পরিণত হয়েছে।

ময়লা-আবর্জনায় ও জায়গা দখল হয়ে যাওয়ায় খালটি ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে ও গেছে। ফলে খালটি দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হতে না পারায় প্রতি বছরই কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় খালটিকে মরণ ফাঁদ হিসেবে দেখছেন কৃষকরা।

এ খাল দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হতে না পারায় প্রতি বছরই হানিরপাড়, কলাকান্দা, মিলারচর, মাথাভাঙ্গা, পাঁচআনী, এখলাসপুর, জোড়খালী, শিকিরচর, ছেংগারচর, কেশাইরকান্দি, জীবগাঁও, পাঠানবাজার, ঝিনাইয়া, মরাদন, ঠাকুরচর, রুহিতার পাড়ে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করতে পারে। জলাবদ্ধতার কারণে ধান ও সবজির জমি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানায় কৃষকরা। জলাবদ্ধতার কারণে অনাবাদী থাকবে জমি।

হানিরপাড় গ্রামের কৃষক লাল মিয়া জানান, আমাদের জমির বৃষ্টি পানি যাওয়ার পথ ছেংগারচর দিয়া যাওয়া খালটি বন্ধ কইরা লাইছে। পানি হরতে পারে না। কেউ দেহে না। প্রতি বছর আমরা ডুইবা মরি।

কলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা জানান, ছেংগারচর বাজার এলাকা দিয়ে খালটি একেবারে বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানি সরতে পারছে না। খালের বিষয়ে কর্তৃপক্ষসহ বিভিন্ন পর্যায়ে জানানোর পর সংস্কারের কোনো ব্যবস্থা হচ্ছে না। এ বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ময়লা-আবর্জনায় ও জায়গা দখল হয়ে যাওয়ায় খালগুলো ভরাট হয়ে পানি চলাচল করতে পারছে না। বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা না নিলে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, বিষয়টি আমার জানা ও দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা করছি।

বাংলাদেশ পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, অতি জরুরি ভিত্তিতে খালটি সংস্কারের ব্যবস্থা না করলে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, খালগুলো সংস্কারের ব্যবস্থা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়