বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ০০:০০

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি : সুজিত রায় নন্দী

দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি : সুজিত রায় নন্দী
স্টাফ রিপোর্টার ॥

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের ব্যবহারের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে এ অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল ১০ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস রুমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুনের নিকট প্রতিনিধির মাধ্যমে এ অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় ভার্চুয়ালি বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

দেশের মানুষ যাতে কোনো কিছুতেই কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে এ সরকার ক্ষমতায় আসার পর যে হারে দেশের উন্নয়ন হয়েছে কোনো ব্যক্তিই তা অস্বীকার করতে পারবে না।

হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্স মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনাকালীন এ দুঃসময়ে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন পাওয়া মানে আরো বেশ কিছু করোনা রোগীকে অক্সিজেন সেবা দেয়া। স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলেন্ডার দেয়ায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সুজিত রায় নন্দীকে ধন্যবাদ জনান তিনি।

অক্সিজিনে সিল্ডোর বিতরণকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষে কুমার মজুমদার, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, সুজিত রায় নন্দীর প্রতিনিধি আতিকুর রহমান সুমন, মুক্তিযোদ্ধা সিরাজ পাটোয়ারী, মানিক পাটোয়ারী, শাহজাহান দেওয়ান, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়