বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

--------শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
বিমল চৌধুরী ॥

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে গৌরবের ৩১ বছর পূর্তিতে চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। গতকাল ৫ ডিসেম্বর সোমবার সকালে মাসব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে চাঁদপুরের রয়েছে গৌরবোজ্জ্বল ও বীরত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা যুদ্ধকালীন আমাদের ১১ জন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়েছিলো। এর মধ্যে চাঁদপুরেরই ছিলেন ২ জন। তখন সারাদেশে ১৯টি জেলা ছিলো আর চাঁদপুর ছিলো মহকুমা। এই মহকুমারই ২ জন সেক্টর কমান্ডার আমাদের গর্বের ও অতুলনীয় অহঙ্কার। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বাঙালির মুক্তিযুদ্ধ অনন্য ও অদ্বিতীয়। মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস ও সংগ্রামের অজানা কথা আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাদের মনে জাগাতে হবে দেশপ্রেম। তারা বীর শহীদদের আত্মত্যাগের কথা জানতে পেরে যখন শিহরিত হয়ে উঠবে, মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের কথা জানতে পেরে তাদের মনে যখন ঘৃণার মনোভাব জেগে উঠবে, তখনই সত্যিকারভাবে অসাম্প্রদায়িক দেশ গঠনে জাতির পিতার যে স্বপ্ন তা বাস্তবায়ন হবে। সুদীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের এ গৌরবগাঁথাকে প্রজন্ম হতে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের এই বিজয়মেলার গুরুত্ব ও ভূমিকা অপরিহার্য। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, জাতীয় চার নেতাসহ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, জাতির পিতা অসাম্প্রদায়িক চেতনায় সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, আজ তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধী অপশক্তি মাঠে নেমেছে। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি কোনোপ্রকার গুজবে কান না দেয়ার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, বাঙালির স্বাধীনতার স্বপ্ন ছিলো হাজার বছর ধরে। আর এই স্বাধীনতার জন্যে যিনি বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন। তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বাধীনতার জন্যে বাঙালি জাতিকে রক্ত দিতে হয়েছিলো, স্বৈরশাসকদের হাত থেকে মুক্তি পেতে বাঙালি জাতিকে রক্ত দিতে হয়েছিলো। কিন্তু আজ আর তরুণ প্রজন্মকে দেশের জন্যে, স্বাধীনতার জন্যে, উন্নয়নের জন্যে, পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে রক্ত দিতে হবে না। তাদেরকে শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, হৃদয়ে পোষণ করতে হবে দেশপ্রেম। তাহলেই শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও জাতির পিতার স্বপ্ন ও সংগ্রাম সার্থক হবে। তিনি সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকারও আহ্বান জানান।

বিজয়মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের সভাপতিত্বে ও মহাসচিব হারুন আল-রশীদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী ও পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

সবশেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করেন। প্রধান অতিথি মেলা প্রাঙ্গণে প্রবেশকালে মুক্তিযুদ্ধের বিজয়মেলা কমিটি তাঁকে স্বাগত জানায়। পরে তিনি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাসব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়