প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০
আজ মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী
আজ ১০ জানুয়ারি বুধবার ৩২তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা, চাঁদপুর-এর সমাপ্তি হতে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলার পক্ষ থেকে মুজিব মঞ্চে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিজয় মেলার চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অবঃ) এমএ ওয়াদুদ। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে রাত ১১টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিজয় মেলার সমাপ্তি ঘটবে। এদিন দুপুর ১২টা
থেকেই চলবে অনুষ্ঠান। গতকাল ৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মুজিব মঞ্চে শিক্ষামূলক জাদু প্রদর্শন করেন জাদুশিল্পী কামাল হোসেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। এরপরই চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের নৃত্য বিভাগের শিল্পীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। রাত ৮টায় চতুরঙ্গের আমন্ত্রণে সংগীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী নিগার সুলতানা পপি ও সুফিয়ানা ইতি ইব্রাহিম। তারা জমজমাট লালনগীতি পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেলার মহাসচিব হারুন আল রশীদ, মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম মহাসচিব শরীফ চৌধুরী, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক তপন সরকার, সদস্য সচিব এমআর ইসলাম বাবু, মঞ্চ ও অনুষ্ঠান পরিষদের আহ্বায়ক মানিক দাস, স্মৃতি সংরক্ষণ একাত্তরের আহ্বায়ক মনির হোসেন মান্না, সদস্য সচিব অভিজিৎ রায় প্রমুখ।