বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০০:০০

কচুয়ায় ত্রিমুখী লড়াই হবে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে

কচুয়ায় ত্রিমুখী লড়াই হবে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে
মোহাম্মদ মহিউদ্দিন ॥

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কচুয়ায় ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটারদের ধারণা তিন নেতার সমর্থিত সদস্য পদের তিন প্রার্থী হচ্ছেন তৌহিদুল ইসলাম খোকা, মোঃ জোবোয়ের হোসেন ও সলাউদ্দিন ভূঁইয়া। সাবেক স্বরাষ্টমন্ত্রী ড. মহীউদ্দীন খান এমপি সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তৌহিদুল ইসলাম খোকা (টিউবওয়েল), এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন সমর্থিত প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য উপজেলার হোসেনপুর গ্রামের কৃতী সন্তান মোঃ জোবায়ের হোসেন (হাতী) এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ সমর্থিত প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য সালাউদ্দিন ভূঁইয়া (অটোরিকশা)। এঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংরক্ষিত ২নং ওয়ার্ডে মহিলা সদস্য পদে নাজমা আক্তার আসমা আঁখি (দোয়াত কলম), তাসলিমা আক্তার আখি (ফুটবল) ও রওনক আরা রত্না (টেলিফোন) প্রতীকে নির্বাচন করছেন। এঁদের মধ্যে নাজমা আক্তার আসমা আঁখি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সমর্থিত প্রার্থী। তাসলিমা আক্তার আঁখি চাঁদপুর-২ (মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসনের এমপি রুহুল আমিনের সমর্থিত প্রার্থী। রওনক আরা রত্না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সমর্থিত কচুয়ার প্রার্থী। এখানেও ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে বেশ জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত বিজয়ের মালা কার গলায় যাবে তা নির্ধারিত হবে আজ ১৭ অক্টোবর।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭ অক্টোবর ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে উপজেলা পরিষদ মিলনায়তনটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ কেন্দ্রে ১৭২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কচুয়ায় প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন কচুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেয়া হয়েছে। তাছাড়া সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম দায়িত্ব পালন করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়