রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ মে ২০২৪, ২১:৫৮

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের বিজয়

ভাইস চেয়ারম্যান নূরুল হায়দার সংগ্রাম ও মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না

উজ্জ্বল হোসাইন
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের বিজয়

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ঘোড়া প্রতীকের প্রার্থী অ্যাডঃ হুমায়ুন কবির সুমন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের সমর্থিত প্রার্থী ছিলেন। গতকাল ২১ মে মঙ্গলবার রাতে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশন কেন্দ্র থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সাখাওয়াত জামিল সৈকত।

১৩৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৫০ হাজার ৪৯৫ ভোট পেয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাডঃ হুমায়ুন কবির সুমন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৫৩ ভোট। অপর তিন প্রার্থীর মধ্যে আনারস প্রতীকের রাকিব মাঝি ৯ হাজার ৭৬০ ভোট, বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান কাপ পিরিচ প্রতীকে ৬ হাজার ৮৭৯ ভোট, আর মিজানুর রহমান কালু ভূঁইয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯১৬ ভোট। অ্যাডভোকেট সুমন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব আলী বেপারীর চেয়ে ১৫ হাজার ১৪২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ নুরুল হায়দার সংগ্রাম টিউবওয়েল প্রতীকে ৫১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বারাকাত মোঃ রেজওয়ান চশমা প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৫৭৬ ভোট ও মোঃ হারুন অর রশিদ হাওলাদার তালা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮২ ভোট। সংগ্রাম নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজওয়ান থেকে ১০ হাজার ৯০৮ ভোট বেশি পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন রেবেকা সুলতানা মুন্না (পদ্ম ফুল)। তিনি পেয়েছেন ৭৩ হাজার ৪৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিপ্রা দাস ফুটবল প্রতীক পেয়েছেন ৩৩ হাজার ৭২২ ভোট। জয়-পরাজয়ের ব্যবধান ৩৯ হাজার ৭১৯ ভোট।

চাঁদপুর সদর উপজেলায় ভোট প্রদানের হার ২৫.৮৩%।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার মোট ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিজ সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ার পর চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী বলেন, সুমনের ঘোড়া প্রতীকের এ বিজয় চাঁদপুর সদর উপজেলার জনগণের বিজয়।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর জেলার তিনটি চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলাসহ দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে অধিকাংশ উপজেলার ভোটকেন্দ্রে ছিল ভোটার উপস্থিতি কম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়