বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২১ মে ২০২৪, ০০:০০

আজ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
আজ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ

আজ ২১ মে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী নির্বাচনে অংশ না নেয়ায় এ নির্বাচনে নতুন উপজেলা পরিষদ চেয়ারম্যান পেতে যাচ্ছে উপজেলাবাসী। এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় এবং দলীয় পদ পদবীধারী কোনো রাজনৈতিক নেতা না থাকায় নির্বাচনী আমেজে অনেকটাই ভাটা পড়েছে। পাশাপাশি বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় প্রার্থীগণ ভোটারদের উৎসাহিত করতে হিমশিম খেতে হচ্ছে। সক্রিয় কোনো রাজনৈতিক নেতা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে না থাকলেও প্রতিষ্ঠিত দুই ঠিকাদারের নির্বাচনী লড়াই জমে উঠেছে। এবারের নির্বাচনে লক্ষণীয় বিষয় হলো উপজেলার দুই প্রান্তে দুই বাসিন্দা ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। দুজনেই প্রতিষ্ঠিত ঠিকাদার--একজন নবীন আরেকজন প্রবীণ।

চিতোষী পূর্ব ইউনিয়নের কসবা গ্রামের আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক রুমির বাড়ি থেকে টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের মকবুল হোসেন পাটোয়ারীর বাড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো পৌর এলাকার কোনো নেতা এবার নির্বাচনে অংশ নেননি। তরুণ ব্যবসায়ী ওমর ফারুক রুমি ছাত্রলীগের কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন বলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন। ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন রুমি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে আলোচনায় আসেন তিনি। আনারস প্রতীক নিয়ে এবার নির্বাচনে অংশ নিয়ে সাড়া জাগিয়েছেন। ব্যবসার পাশাপাশি জনগণের কল্যাণে নিয়োজিত করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।

২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাত্র ১শ’ ৭ ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্লাহ চৌধুরীর নিকট পরাজিত হন মকবুল হোসেন পাটোয়ারী। এবারের নির্বাচনে তিনি আবারও প্রার্থী হয়েছেন। প্রবীণ এ ব্যবসায়ী সকল ব্যবসা নিজের ছেলেকে বুঝিয়ে দিয়ে জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণে নিয়োজিত করার উদ্দেশ্যে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। শাহরাস্তি উপজেলার ২ লাখ ৬ হাজার ২শ’ ৪৪ জন ভোটার ৬৫টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা পরিষদ নির্বাচনে এবার প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ ২১ মে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে এটাই উপজেলাবাসীর প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়