বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫২

চাঁদপুর সেচ প্রকল্পে খাল খনন

ঠিকাদার পরিচয়ে চাঁদাবাজদের গ্রেফতারের দাবি কৃষক সংগ্রাম কমিটির

অনলাইন ডেস্ক
ঠিকাদার পরিচয়ে চাঁদাবাজদের গ্রেফতারের দাবি কৃষক সংগ্রাম কমিটির
প্রতিকি ছবি

চাঁদপুর সেচ প্রকল্প এলাকায় খাল খননকে কেন্দ্র করে সাধারণ মানুষদের কাছ থেকে ঠিকাদার পরিচয়ে চাঁদাবাজি করায় ওই চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানিয়েছেন চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি)-এর অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান, গত ১৪ জানুয়ারি চাঁদপুরের একটি স্থানীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে, খাল খননকে কেন্দ্র করে চাঁদাবাজি হচ্ছে। খবরে লিখা হয়েছে, ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের মালের ভাঙ্গতির বিপি-১১ খাল খননের কাজ চলাকালীন খালের দুপাশের ঘরবাড়ি-স্থাপনা ভেঙ্গে দেয়ার ভয় দেখিয়ে ঠিকাদার পরিচয়ে বাসিন্দাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে। এ হেন ঘৃণ্য কাজের প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি)র অভ্যন্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল ও যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ শেখ ও মমতাজউদ্দীন সরকার। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। কৃষকদের সাথে নিয়ে গড়ে তোলা আন্দোলনের ফলাফল হিসেবে দীর্ঘ ৩০/৩৫ বছর পর খাল খননের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সংগ্রামের এই অর্জন যেন বিফল না হয় সিআইপিবাসীকে সতর্ক পাহারায় থাকবার এবং চাঁদাবাজদের প্রতিহত করবার আহ্বান জানান কৃষক সংগ্রাম কমিটি।

সমস্ত সিআইপিতে বোরো-আমন মৌসুমে সেচকার্য অবাধ করতে সকল খাল খননের পরিকল্পনা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানান। অন্যথায় সমস্ত কৃষককে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান নেতৃবৃন্দ। সেই লড়াইয়ে সকল কৃষক -ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়