বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৫

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের  নবীনবরণ
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ, ৭ম ও নবম শ্রেণী (ভোক) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৪) দুপুরে স্কুল এন্ড কলেজ হলরুম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু ছাইদের সভপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তাপস শীল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা টেক্সটবুকের পড়ালেখায় সীমাবদ্ধ থাকবে না, এক্সট্রা কারিকুলাম (যেমন বিতর্ক, খেলাধুলা)-এর প্রতি মনোযোগ দিতে হবে। স্কুলে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। বছরের প্রতিদিন পড়ার টেবিলে বসতে হবে, ফেল করলে প্রমোটেড হবে না।পড়তে বসলে মোবাইল ফোন নিযে বসলে হবে না। স্কুলকে ভালোবাসতে হবে। শিক্ষককে সম্মান দিতে হবে। তোমরা হচ্ছো কাদামাটির মতো, এখন থেকে নিজেদেরকে যেভাবে তৈরি করবে সেভাবে জীবন সাজাতে পারবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বিএম শাখার সহকারী অধ্যাপক মালেকা পারভীন, স্কুল শাখার সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাজমুস শাহাদাত, স্কুল শাখার সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, বিদ্যালয়ের কো- অর্ডিনেটর তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার, শিক্ষার্থী জাবীন ইসলাম সাবা, নূরজাহান, মাহের ও ইশরাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তানিয়া সুলতানা। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়