বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:১২

শ্রীনগরের ফুটপাতে শীতের আমেজ নেই, ব্যবসায়ীরা হতাশ

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরের ফুটপাতে শীতের আমেজ নেই, ব্যবসায়ীরা হতাশ
ছবি :মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শীতকালীন পোশাকের ব্যবসায়ীরা।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় তীব্র শীত পড়লেও ফুটপাতের শীতকালীন পোশাকের ব্যবসায়ীরা হতাশায় ভুগছেন। চলমান অর্থনৈতিক সংকটের কারণে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শ্রীনগর বাজার ঘুরে দেখা যায়, ফুটপাতের দোকানগুলোতে শীতকালীন পোশাক সাজানো থাকলেও ক্রেতার উপস্থিতি কম। অনেকে দোকানে বসে অলস সময় কাটাচ্ছেন। একজন ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন বলেন,

"সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র ৭০ টাকার বিক্রি হয়েছে। এই অবস্থায় ব্যবসা করা সম্ভব না।" পাশের দোকানদার শাজাহান সারাদিনে মাত্র ৩০০ টাকার বিক্রি করেছেন। আরেক বিক্রেতা শফিউদ্দিন বলেন,

"এই পরিস্থিতিতে ব্যবসা চালানো তো দূরের কথা, জীবনধারণই কঠিন হয়ে যাচ্ছে।"

কেন কমছে বিক্রি?: ব্যবসায়ীরা মনে করেন, ক্রেতাদের উপস্থিতি কমার পেছনে অর্থনৈতিক সংকটসহ নানা কারণ রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং অনিশ্চিত ভবিষ্যৎ মানুষকে মিতব্যয়ী হতে বাধ্য করছে। ফলে শীতকালীন পোশাক কেনার ক্ষেত্রে তারা দ্বিধা করছেন।

ব্যবসায়ীদের দাবি: ব্যবসায়ীরা সরকারের পক্ষ থেকে নীতিগত সহযোগিতা বা অর্থনৈতিক সুবিধার প্রত্যাশা করছেন। তারা বলেন, ঋণ সুবিধা এবং কর সুবিধা দেওয়া হলে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়