বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২২:১৭

ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতায় ইউএনও সুলাতানা রাজিয়া

বিতর্ক শিল্পকে এগিয়ে নিতে বিতর্ক ক্লাব করা হবে

বিতর্ক শিল্পকে এগিয়ে নিতে বিতর্ক ক্লাব করা হবে
ফরিদগঞ্জ ব্যুরো

তারুণ্যের উৎসব উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকালে উৎসবের দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

তিনি বলেন, সাহিত্য সংস্কৃতি অঙ্গণে বিতর্ক হলো এমন একটি মাধ্যম যা দিয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, আপনাকে বিতর্ক মঞ্চে কথা বলতে হলে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। তাহলে অবশ্যই আপনাকে বই ঘাটতে হবে। বিতর্কে প্রতিপক্ষকে হারাতে তাৎক্ষণিক যুক্তি ও তথ্য উপস্থাপন করতে হয়। যা মেধা বিকাশের একটি বড় সহায়ক। আমি নিজেও বিতর্ক প্রেমিক। তাই ইচ্ছা রয়েছে বিতর্ক শিল্পকে এগিয়ে নিতে ফরিদগঞ্জে একটি বিতর্ক ক্লাব করা। পুরো ফরিদগঞ্জে শুধু একটি ক্লাব হবে তেমনটি নয়, বরং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ক্লাব গঠন করা যেতে পারে। যাতে প্রশিক্ষণসহ নানা আয়োজন থাকবে।

একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক অশোক সাহা, ইউআরসি তারেক নাথ মল্লিক, আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, শোল্লা স্কুল এন্ড কলেজের শিক্ষক তাহেরুল ইসলাম, সাবেক বিতার্কিক শামীম হাসান ও বাঁধন শীল।

আয়োজক কর্তৃপক্ষ জানান, বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এবং কলেজ পর্যায়ে ৮টি কলেজ নিয়ে এই প্রতিযোগিতা শুরু হলো। উদ্বোধনী দিনে স্কুল পর্যায়ে ৮টি বিতর্ক অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়