বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জে অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী হয়রানি চরমে!

হাজীগঞ্জে অটোরিকশা স্ট্যান্ডে যাত্রী হয়রানি চরমে!
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের দেবপুরে ব্যাটারীচালিত অটোবাইকের অবৈধ স্ট্যান্ডের যাত্রী হয়রানি চরমে উঠেছে। অবৈধভাবে ব্যাটারীচালিত এসব অটোবাইক বন্ধ চায় সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ। উক্ত সড়কে চলাচলকারী অর্ধশত যাত্রী গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করেছে। গত ৭ সেপ্টেম্বর অভিযোগটি দেন উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শাহজাহান ভূঁইয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত সড়কে চলাচলকারী ব্যাটারীচালিত অটোবাইকে সাধারণত শ্রীপুর গ্রামের কয়েক হাজার যাত্রী চলাচল করে। এসব যাত্রীকে হয়রানি করাসহ বেআইনিভাবে দালাল চক্র নিয়ন্ত্রণ করে থাকে অটোবাইক স্ট্যান্ড। যাত্রীরা স্ট্যান্ডে আসলে কোনো যাত্রী তার মন মতো গাড়িতে যেতে পারে না। সিরিয়ালের নামে যাত্রীদের বসিয়ে রাখা হয়। কোনো যাত্রী এ নিয়ে প্রতিবাদ করলে যাত্রীদের হয়রানি করা হয়। যাত্রীদের কাছে অস্বাভাবিক ভাড়া আদায় করলেও যাত্রীরা প্রতিবাদ করতে গেলে তাদের হয়রানি করা হয়।

শনিবার সরজমিনে দেবপুর রাজারগাঁও সড়কের দেবপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে গেলে বিভিন্নজন জানান, প্রায় ১৫ দিন আগে স্ট্যান্ডের কমিটির সাথে চালকরা মিটিং করে সমন্বয় করে সবাইকে লিখিতভাবে মিলিয়ে দেয়া হয়েছে।

ব্যাটারীচালিত অটোবাইক স্ট্যান্ডের লাইনম্যান মোস্তাফা ড্রাইভার জানান, ব্যাটারীচালিত অটোবাইক স্ট্যান্ড চালু হয়েছে ২ থেকে আড়াই মাস আগে। আমরা শ্রীপুর মজুমদারহাট পর্যন্ত যাত্রী টানি। এরপরের যাত্রী নেয় সিএনজিচালিত অটোরিকশা। যাত্রী হয়রানি বন্ধে জানান, আমরা কোনো যাত্রী হয়রানি করি না।

দেবপুর রাজারগাঁও সড়কে দেবপুর স্ট্যান্ডের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মালেক বাবুর্চি উভয়ে যৌথভাবে জানান, এখানে আওয়ামী লীগ, বিএনপি সমম্বয় করে স্ট্যান্ড কমিটি দেয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলার জন্যে ব্যাটারীচালিত অটোবাইক ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের ভাগ করে দেয়া হয়েছে। ওই বৈঠকে সকল গাড়ির চালক মালিক সমন্বয় করে দেয়া হয়েছে। এর মধ্যে ব্যাটারীচালিত অটোবাইক যাত্রী নিবে শ্রীপুর মজুমদারহাট পর্যন্ত, আর সিএনজি চালিত অটোরিকশা উত্তর শ্রীপুর রাজারগাঁও পর্যন্ত যাত্রী নিবে বলে দেয়া হয়েছে। ভাড়া দ্বিগুণ নেয়ার বিষয়ে বলেন, অনেক যাত্রী বেশি টাকা নিয়ে নিজেরাই চলে যায়।

দেবপুরে ব্যাটারীচালিত অটোবাইক স্ট্যান্ডে যাত্রী হয়রানি প্রতিরোধে ব্যবস্থা নেয়ার একটি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে ওসি সাহেবের সাথে কথা হয়েছে, তিনি বিষয়টি দেখছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়