প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ২১:৫৬
ফাইনালের টিকেট পেতে মেসিদের অপেক্ষা আর কয়েক ঘণ্টা

কোপা আমেরিকার ফাইনালের টিকেটে পেতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি মেসিদের। ৭ জুলাই ভোর ৭টায় সেজন্যে আর্জেন্টিনা-কলম্বিয়া। অন্যদিকে কলম্বিয়া সর্বশেষ কোপা আমেরিকা ফাইনালে উঠেছিল ২০০১ সালে। তাদের সামনে এই লড়াইটা দুই দশকের অপেক্ষা শেষ করার। অন্যদিকে সেমিফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া ।
|আরো খবর
আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির একটা আন্তর্জাতিক শিরোপা জয়ের আক্ষেপ তো অনেকদিনের। স্বাভাবিকভাবেই ফাইনালে উঠতে মরিয়া থাকবেন তিনিও তার দল। এমন অবস্থায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে কৌশলে বদল আনবে না কলম্বিয়া। এমনটিই জানিয়েছেন দলটির ফুটবলার হুয়ান কুয়াদরাদো। তিনি জানান, কৌশলে আমরা কোনো বদল আনবো না। যদি বল আমাদের পায়ে রাখতে পারি তাহলে মেসিদের বিপদে ফেলতে পারবো। এই ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতো। আমাদের আকাঙ্ক্ষা এবং মূল লক্ষ্য ফাইনালে যাওয়া। এই ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস আছে।