প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭
ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
টাইব্রেকারে খাজুরিয়া ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ-১৯

গত ১ নভেম্বর আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয় বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির আয়োজনে দীর্ঘ দেড়মাস ব্যাপী ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় খাজুরিয়া ফুটবল একাডেমি ও এসএসসি ব্যাচ-১৯।
কাকতালীয়ভাবে সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত ফাইনালেও ওই দুই দলই মুখোমুখি হয়।
ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে খাজুরিয়া ফুটবল একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এসএসসি ব্যাচ-১৯ দল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। পরে অনুষ্ঠিত টাইব্রেকারে ৫-৪ গোলে বিজয়ী হয় এসএসসি ব্যাচ-১৯।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই ধরনের আয়োজন যুব সমাজকে ক্রীড়ামুখী করে মাদক ও অপরাধ থেকে মুক্ত রাখে। আশা করছি এ ধরনের আয়োজন আগামীতে আরো হবে।
পুরস্কার বিতরণী সভায় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নবী নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন সজিব, সদস্য জিয়াউর রহমান জিয়া, শামীম হাসান, গিয়াস উদ্দিন, সাদ্দাম হোসেনসহ স্থানীয় ক্রীড়াসংগঠকবৃন্দ।
এদিকে ফাইনাল খেলাকে কেন্দ্র করে আবিদুর রেজা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের ঢল নামে।








