প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ২১:১৩
চট্টগ্রামে কারাতে প্রতিযোগিতায় চাঁদপুর সোতোকান কারাতে একাডেমির ১১টি পদক অর্জন

চট্টগ্রামে তৃতীয় শিহান কাপ চ্যাম্পিয়নশীপ ২০২৫ কারাতে প্রতিযোগিতায় চাঁদপুর সোতোকান কারাতে একাডেমি ১১টি পদক অর্জন করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) চট্টগ্রাম রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত এই কারাতে প্রতিযোগিতায় চাঁদপুর সোতোকান কারাতে একাডেমির সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের ১৬জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১টি পদক অর্জনে সফল হন। এটি নিশ্চিত করেন চাঁদপুর সোতোকান একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ মো. জসিম গাজী। তিনি জানান, এ প্রতিযোগিতায় চাঁদপুর সোতোকান একাডেমি ১১টি পদকের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড মেডেল ৩টি, ২য় পুরস্কার হিসেবে সিলভার মেডেল ৩টি ও ৩য় পুরস্কার হিসেবে ব্রোঞ্জ মেডেল ৫টি অর্জন করে।
ধারাবাহিক এই সফলতার জন্যে চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশ সকল খেলোয়াড় ও প্রধান কোচের প্রতি কৃতজ্ঞতা প্রদান করেন। সেই সাথে ভবিষ্যতে তারা যেনো আরও ভালো ফলাফল অর্জন করে তার আশাবাদ ব্যক্ত করেন। জেলা কেরাতে একাডেমির সাধারণ সম্পাদক ও চাঁদপুর সোতোকান একাডেমির প্রধান কোচ মো. জসিম গাজী বলেন, এর আগেও এ প্রতিষ্ঠান বিভিন্ন জেলা, বিভাগ ও ন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন পদক অর্জন করে চাঁদপুর জেলার সুনাম ধরে রেখেছে।
পদকপ্রাপ্তরা হলেন : বিনায়ক সাহা (গোল্ড মেডেল), নিহা আক্তার নিদ্রা ২টি (গোল্ড মেডেল), সিলভার মেডেল ১টি, ইয়াস ইকবাল (গোল্ড মেডেল), শাহাদাত গাজী (সিলভার মেডেল), আইরিন সুলতানা (সিলভার মেডেল), জান্নাতুল মাওয়া (সিলভার মেডেল), আব্দুল্লাহ মাইন (ব্রোঞ্জ মেডেল), পূর্ণপাল ২টি (ব্রোঞ্জ মেডেল), হুমাইরা জান্নাত নিহা (ব্রোঞ্জ মেডেল) ও নিশিত সাহা (ব্রোঞ্জ মেডেল)। এছাড়া এ প্রতিযোগিতায় অথৈ সাহা, মো. তাসনিমুল ইসলাম, ইন্তিহা ইকবাল, অনির্বাণ পোদ্দার, আরাফাত ইসলাম রাফি এবং কাজী মিজানুর রহমান আমান অংশ নেন।








