শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:২৪

দাসদীতে যুব সংগঠনের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
দাসদীতে যুব সংগঠনের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
দক্ষিণ দাসদী যুব সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করছেন শিক্ষার্থী লীজা আক্তার।

শুক্রবার (৫ ডিসেম্বর ২৫) চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ দাসদী যুব সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত। খেলা উদ্বোধন করেন ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো. মোবারক পালোয়ান। উপস্থিত ছিলেন উপদেষ্টা, ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো. হান্নান বেপারী। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মো. আহাদ গাজী, বিশ্বনাথ দে, ব্যবসায়ী চন্দন দে, রুবেল ঢালী, প্রবাসী মো. মাহফুজুর রহমান সজিব, ব্যবসায়ী মো. বাবু মাল, সাদ্দাম খান, মাসুদ মাল, সুমন তালুকদার, বিল্লাল গাজী প্রমুখ।

খেলায় দুটি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে- অন্তরমম শহীদ জিয়া শাখা স্পোর্টিং ক্লাব বনাম পরশমনি স্পোর্টিং ক্লাব বাবুরহাট।

রেফারির দায়িত্বে ছিলেন বাবুরহাট কালাম বন্ধু মহলের সভাপতি মোহাম্মদ আবুল কালাম বেপারী, সহকারী হিসেবে ছিলেন সাগর মৃধা ও আরাফাত বেপারী। খেলা আয়োজনে ছিলেন নুরুল ইসলাম সর্দার, কবির তালুকদার, আবুল কালাম বেপারী ও আরিফ সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়