শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:২৯

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে পক্ষকালব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে পক্ষকালব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে পক্ষকালব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় খেলা উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। তিনি বলেন, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সারাবছর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সে ধারাবাহিকতায় বর্তমান কমিটি কর্তৃক পক্ষকালব্যাপী শীতকালীন ক্রীড়া ও ফ্যামিলি ডের মধ্য দিয়ে বছর শেষ হবে। আগামী ২০ ডিসেম্বর ফ্যামিলি ডে অনুষ্ঠানে চাঁদপুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ করা হবে। ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রেসক্লাবের পারিবারিক মেলবন্ধনের মাধ্যমে সুন্দর আয়োজন করা হবে। উদ্বোধকের বক্তব্যে সভাপতি প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও পরিচালনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, নির্বাহী সদস্য এমএ লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম, একে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন, ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম। উদ্বোধনী ম্যাচে ক্যারাম একক খেলায় অংশগ্রহণ করেন সভাপতি রহিম বাদশা বনাম সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী। খেলায় রহিম বাদশা জয়লাভ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়