শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:২৭

ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসরে চ্যাম্পিয়ন চাঁদপুর টাইটান্স

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসরে চ্যাম্পিয়ন চাঁদপুর টাইটান্স

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রাইডে ক্রিকেট টুর্নামেন্টের ৩য় আসরে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর টাইটান্স। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকালে চাঁদপুর কিংসের সাথে ফাইনালে ১০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর টাইটান্স। চাঁদপুর স্টেডিয়ামে প্রতি শুক্রবার সাবেক যে সমস্ত ক্রিকেটার নিয়মিত খেলেন তাদেরকে নিয়েই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশ নিয়েছিল চারটি দল। দলগুলো হলো চাঁদপুর সুলতানস, চাঁদপুর লায়ন্স, চাঁদপুর কিংস ও ⁠চাঁদপুর টাইটান্স।

চলতি বছরের ২৮ ও ২৯ নভেম্বর গ্রুপ পর্বের খেলা শেষে ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়। ফাইনালে লড়ে ⁠চাঁদপুর কিংস ও ⁠চাঁদপুর টাইটান্স।

প্রথমে ব্যাট করে চাঁদপুর টাইটান্স নির্ধারিত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে ইমন সরকার ৩১ বলে ৬৯ রান ও লিও ১৬ বলে ৫৫ রান ও আলআমিন ১৭ বলে ৩৪ রান করেন। বল হাতে চাঁদপুর কিংসের জাভেদ ৩৫ রানে ৩ উইকেট লাভ করে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাঁদপুর কিংস ১৪ ওভারে ৩ উইকেটে ১৮৬ রান করে। ব্যাট হাতে চাঁদপুর কিংসের জাহিদ ২৮ বলে ৫৯ ও হাবিব ৩৩ বলে ৫১ রান করে। বল হাতে চাঁদপুর টাইটান্সের আমিনুল ৩৫ রানে ২ উইকেট লাভ করে।

খেলা শেষে টুর্নামেন্টের ম্যান অব দ্য ফাইনাল লিও (চাঁদপুর টাইটান্স), সেরা ব্যাটসম্যান জাহিদ (চাঁদপুর কিংস), সেরা ফিল্ডার মহসিন পাটোয়ারী (চাঁদপুর লায়ন্স), সেরা বোলার আলআামিন (চাঁদপুর টাইটান্স) ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জাভেদ (চাঁদপুর কিংস) নির্বাচিত হন এবং অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ অন্যান্য খেলোয়াড়দের হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড় হাসান আল জায়েদ রিফাই, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, ফয়সাল গাজী বাহার, ক্রিকেট কোচ শামিম ফারুকীসহ অতিথিবৃন্দ।

টুর্নামেন্টের আয়োজনে ছিলো নবগঠিত ফ্রাইডে ক্রিকেট চাঁদপুর-এর পরিচালনা পরিষদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি কেশওয়ার পারভেজ,

সহ-সভাপতি মো. তোফায়েল কাজী সবুজ, সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল পাটোয়ারী, কোষাধ্যক্ষ মো. ইয়াসিন খান ও প্রচার সম্পাদক ইমন সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়