প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯
প্রথম ম্যাচে কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে চাঁদপুর সুলতানসের বিশাল জয়

বৃহস্পতিবার
(২৫ সেপ্টেম্বর ২০২৫) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কুমিল্লা স্টার্সকে ৯ উইকেটে হারিয়ে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিম জয়লাভ করেছে।
সৌদি আরবের স্থানীয় সময় রাত দুটায় খেলা অনুষ্ঠিত হয় (বাংলাদেশ সময় ভোর ৫টা)।
শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা স্টার্স ।
দুরন্ত ব্যাটিংয়ে কুমিল্লা স্টার্স উপস্থিত দর্শকদের মাতিয়ে ১৪ ওভারে সাত উইকেট হারিয়ে ২২৫ রান করে। ২২৬ রানের টার্গেট নিয়ে চাঁদপুর সুলতানস ব্যাটিং করতে নেমে প্রথম এক ওভারে ৩ রান করে। এতে মাঠের দর্শকরা কিছুটা হতাশ হলেও দ্বিতীয় ওভার থেকেই চাঁদপুর সুলতানসের তৈমুর মির্জা ৪৪ বলে প্রতি বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত রান তুলে নেন ১৬৮ । চাঁদপুর সুলতানস এক উইকেটের বিনিময়ে দশ বল হাতে থাকতেই খুব সহজে ২২৬ রানের টার্গেট পূরণ করে ৯ উইকেটে কুমিল্লা স্টার্সের বিপক্ষে জয়লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চাঁদপুর সুলতানস্-এর ক্রিকেটার তৈমুর মির্জা।
খেলা শেষে সবাইকে অভিনন্দন জানান চাঁদপুর সুলতানস্ ক্রিকেট টিমের সভাপতি শরিফ হোসেন খান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, মোস্তফা মুন্সী, ফখরুল ইসলাম বিলাস, সহ-সভাপতি মাসুদ রানা, মো. সেলিম, সোহেল আলম হাজী ও খোরশেদ গাজী।
চাঁদপুর সুলতানস্ ক্রিকেট টিমের মিডিয়া উপদেষ্টা ফারুক আহমেদ চান। চিফ অব মিডিয়ার দায়িত্ব পালন করছেন রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
খেলার মাঠে উপস্থিত চাঁদপুর প্রবাসী সহ বিভিন্ন জেলার হাজার হাজার দর্শক আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন। খেলার মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যায়।
২৭ সেপ্টেম্বর (শনিবার) চাঁদপুর সুলতানস্ বনাম বরিশাল বাদশা এবং
৩০ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস্ বনাম নারায়ণগঞ্জ লায়ন্সের খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
চাঁদপুর সুলতানস্ ক্রিকেট টিমের মিডিয়া সাপোর্টে রয়েছেন : মোহনা টেলিভিশন, এনটিভি, আরটিভি, বিজয় টিভি , দৈনিক চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর ট্রিবিউন ও প্রবাস মেলা।
২৫ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস্ ও কুমিল্লা স্টার্সের খেলা শুরুর আগে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স ময়মনসিংহ লায়ন্সের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স ১৩৯ রানের বিশাল ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে জয়লাভ করে।