শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২

শাহরাস্তিকে ২-০ ব্যবধানে হারিয়ে ডিসি কাপের ফাইনালে ফরিদগঞ্জ

দ্বিতীয় সেমি-ফাইনালে খেলবে চাঁদপুর সদর ও মতলব উত্তর

শামীম হাসান
শাহরাস্তিকে ২-০ ব্যবধানে হারিয়ে ডিসি কাপের ফাইনালে ফরিদগঞ্জ

চাঁদপুর স্টেডিয়ামে ২১তম জেলা প্রশাসক (ডিসি) কাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করলো ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে অংশ নেয় শক্তিশালী ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। আজ শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে লড়বে শক্তিশালী চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল৷

গতকাল খেলার প্রথমার্ধের ২৭ মিনিটের সময় ফরিদগঞ্জের ৮ নম্বর জার্সি পরিহিত মিডফিল্ডার ইয়াছিন হোসেন সজিবের করা প্রথম গোলে দল এগিয়ে যায় ১-০ গোলে৷ খেলার প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটের সময় ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তরিকুলের জয়সূচক আরও একটি গোলে ২-০ গোলে দল এগিয়ে থেকে ম্যাচ শেষ করে ফরিদগঞ্জ।

প্রথম সেমি-ফাইনালে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ফরিদগঞ্জের ইয়াছিন হোসেন সজিব । তাকে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দীনসহ স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়