শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬

হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাপ্পু মাহমুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ গেইট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ পশ্চিম বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা পিআর পদ্ধতিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। সমাবেশে নেতা-কর্মীরা হুঁশিয়ারি দেন, পিআর ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন করলে তা প্রতিহত করা হবে।

উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য হাফেজ মীর হোসাইন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান)।

সমাবেশে বক্তারা ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্যে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা আর ব্যালট ডাকাতির নির্বাচন চাই না। আমরা চাই কেন্দ্র দখলমুক্ত নির্বাচন। জনগণ তাদের মতামত নির্বিঘ্নে প্রকাশ করবে, স্বাধীনভাবে ভোট দিবে। আর সেই পদ্ধতির নাম হচ্ছে পিআর। পিআর পদ্ধতি ব্যতীত এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না।

তারা আরও বলেন, একটি মহল আবারও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দিয়ে প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না।

সমাবেশে পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসনাত পাটওয়ারীর সঞ্চালনায় উপজেলা ও পৌর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামির বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়