প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৯
কচুয়ায় ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে আশেক আলী খান স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক দলের সমন্বয়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মকবুল হোসেন মিয়াজী। ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব সাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলামিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ মেম্বার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক সাফায়েত উল্লাহ, ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মেহেদী, সদস্য সচিব এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান জনি, কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ প্রমুখ। এ সময় শ্রমিক দল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
|আরো খবর
দ মিয়াজি।