শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৪

মতলব কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুল পরিদর্শনে শেখ ফরিদ আহমেদ মানিক

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
মতলব কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুল পরিদর্শনে শেখ ফরিদ আহমেদ মানিক

মতলব দক্ষিণের কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুল পরিদর্শন করলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মতলব দক্ষিণে সামাজিক একটি অনুষ্ঠানে যোগ দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির উপদেষ্টা ড. জালাল আহমেদ, সহ-সভাপতি শুক্কুর পাটওয়ারী, যুগ্ম সম্পাদক তানভীর হুদাসহ অন্য নেতৃবৃন্দ।

সামাজিক অনুষ্ঠান শেষে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলায় অবস্থান করেন শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ। এ সময় কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুুদুল হক বাবলু নেতৃবৃন্দকে শিশুদের চিত্রাঙ্কন ক্লাস পরিদর্শন করার আমন্ত্রণ জানান। সাথে সাথে নেতৃবৃন্দ ক্লাস রুমে গিয়ে চিত্রাঙ্কনে অংশ নেয়া শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন খোঁজখবর নেন। শিশু শিক্ষার্থীরা তাঁদেরকে কাছে পেয়ে ক্লাস রুমের মধ্যে আঁকা বিভিন্ন চিত্রকর্ম দেখায়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দেওয়ান মো. সুফিকুজ্জামান, কোষাধ্যক্ষ আ. কাদির বেপারী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, বিএনপি নেতা এনামুল হক বাদল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারীসহ জেলা ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়