শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪

গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় চাঁদপুুর শহরে অ্যাড. সেলিম আকবরের লিফলেট বিতরণ

গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় চাঁদপুুর শহরে অ্যাড. সেলিম আকবরের লিফলেট বিতরণ
অনলাইন ডেস্ক

গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গণফোরামের দাবি নিয়ে চাঁদপুুর শহরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর-৩ তথা চাঁদপুর সদর-হাইমচর আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. সেলিম আকবর।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকা, স্বর্ণখোলা, বিষ্ণুদী, পৌর বাস টার্মিনাল, তালতলা, বিপণীবাগ, নাজিরপাড়া, হাজী মহসিন রোড, মিশন রোড, হকার্স মার্কেট, নতুনবাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে গিয়ে তিনি গণফোরামের পক্ষে বিভিন্ন দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং উদীয়মান সূর্য মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় অ্যাড. সেলিম আকবর বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, অর্থের ছড়াছড়ি বন্ধ করতে হবে, সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। অর্থাৎ অফিস আদালতে ধনী-গরিব সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করতে হবে, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ একই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে এদেশের গণতন্ত্রকে সমুন্নত রেখে জীবনমান উন্নয়নের অংশীদার করতে হবে। সেই সাথে কোনো ধর্মের প্রতি কটূক্তি প্রদান করা থেকে বিরত থাকতে হবে। এসব দাবি নিয়ে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় তাঁর সাথে ছিলেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু সরকার, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, সদর উপজেলার সভাপতি মির্জা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গাজী, জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর খান, সাধারণ সম্পাদক মমিনুর মিন্টু সরকার, ফরিদগঞ্জের সভাপতি মামুন গাজী, শহর গণফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিয়াজী, মহিলা গণফোরাম সভানেত্রী অ্যাড. জেসমিন বেগম, সাধারণ সম্পাদিকা শরিয়তুন্নেছা শিল্পী বেগম, বাগাদী ইউনিয়নের মিন্টু গাজীসহ গণফোরামের অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়