শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৬

ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

এমরান হোসেন লিটন।।
ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভাবমূর্তি বাড়িয়ে তোলার জন্যে এবং দলকে শক্তিশালী করতে ও দলের নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গা মনোভাব আনার জন্যে কর্মী সম্মেলনের আয়োজন করেছে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) ৪নং সুবিদপুর ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আরেফিন সূর্য। আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম জুয়েল, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন সুমন, ১নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল হাসানসহ অনেকে।

উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অ্যাড. জাবের, আব্দুল খালেক ভূঁইয়া, ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, আব্দুল হাই, সোহেল ভূঁইয়া, শফিউল্লাহ হায়দার, আখতার হোসেন, এমরান হোসেন, মোজাম্মেল হোসেন, ইউসুফ ঢালী, ইয়াসিন সরদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়