প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আবদুল মবিন
কোনো মাদকসেবী, ধর্ষক, খুনি, চাঁদাবাজ, লুটেরার স্থান এদেশে হবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-২ আসনের মনোনীত এমপি প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মদ আবদুল মবিন বলেছেন, হাজার বছরে আর যাতে কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আজকে আমাদের এ কর্মসূচি। আমরা নির্বাচন চাই অতি শীঘ্র। নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চাই। কোনো মাদকসেবী, ধর্ষক, খুনি, চাঁদাবাজ, লুটেরাদের স্থান এদেশে হবে না। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমরা ক্ষমতার লড়াই করি না। ৮৪ বছরে আমরা ক্ষমতায় যাই না। আমরা এ দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে আমরা আছি। আমরা চাই, ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, জুলুম, নির্যাতন, গণহত্যার দৃশ্যমান বিচার। জুলাইতে যারা জীবন দিয়েছে, সেই বিচার নিশ্চিত হবে সেই জুলাই সনদে।
|আরো খবর
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভা ও উপজেলা শাখার আয়োজনে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে মতলব বাজারের এনএএম টাওয়ার সংলগ্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার আমির মো. জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. কবির হোসেন দেওয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মো. ওমর ফারুক, ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আমির মাওলানা মো. নজরুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, মতলব পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শরীফ উল্লাহ পাটোয়ারী, সহকারী সেক্রেটারী মো. মিজানুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক, শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন, যুব বিভাগের সেক্রেটারী সাংবাদিক এএম ইদ্রিছ খান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মতলব পৌর শাখার সভাপতি মো. মারুফ হোসেন মানিক।
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌর শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. খালিদ সাইফুল্লাহ, ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আমির অধ্যাপক মো. ওয়ালী উল্লাহ, নারায়ণপুর পৌরসভার আমির মাওলানা মো. সালাউদ্দিন, ৫নং উপাদী উত্তর ইউনিয়নের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন, ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুবুর রহমান, মতলব পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি মো. সাইদুর রহমান, ৪নং ওয়ার্ড সেক্রেটারী মো. আবু সালেহ, ৯নং ওয়ার্ড সেক্রেটারী নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল মালেক, ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা মো. শাহজালাল, ৬নং ওয়ার্ড সভাপতি মো. সালেহ আহম্মেদ, ৮নং ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও মতলব পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।