বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা

'সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, জনগণের অধিকার নিশ্চিত করতে এই কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই'

‎স্টাফ রিপোর্টার
'সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, জনগণের অধিকার নিশ্চিত করতে এই কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যে যে ৩১ দফা উপস্থাপন করেছেন তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।

বুধবার (২৪ সেপ্টম্বর ২০২৫) সন্ধ্যায় ঢাকায় পল্টনের ওয়েস্টিন রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আহসানুল্লাহর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এখন সময়ের দাবি। জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দল, প্রশাসন, নির্বাচন কমিশনসহ সব অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনগণের আস্থা অর্জন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে ঘোষিত দফাগুলো দ্রুত কার্যকর করতে হবে। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে ভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং জনগণের অধিকার নিশ্চিত করতে এই কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।’

‎সভায় বক্তব্য রাখেন পল্টন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সংগ্রাম, ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফিজ, ছাত্রদলের সাবেক সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মমিন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রিপন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইসমাইল তালুকদার খোকন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট নাহিদুল ইসলাম, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আমিন ও ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্য মনোয়ার হোসেন খান মানিক।

‎সভায় বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় অতিথিরা আশা প্রকাশ করেন যে, আলোচিত দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মডেল নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়