প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১
পূজামণ্ডপ পরিদর্শনকালে শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন
চাঁদপুরে ধর্মীয় সম্প্রীতির শত বছরের ঐতিহ্য রয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন পূজামণ্ডপ পরিদর্শন ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির পরিদর্শন শেষে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন।
|আরো খবর
মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, আমি মনে করি আমাদের দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। এখানে কারা সংখ্যাগুরু আর কারা সংখ্যালঘু সেটা দেখার বিষয় নয়। আমাদের সবচেয়ে বড়ো পরিচয় আমরা বাঙালি। এদেশের সকল ধর্মের মানুষের সকল বিষয়ে সমান অধিকার রয়েছে। আর ইসলাম সেটাই নিশ্চিত করেছে।
তিনি বলেন, আমাদের চাঁদপুরে ধর্মীয় সম্প্রীতির শত বছরের ঐতিহ্য রয়েছে। তাই আমরা সকলে মিলে সম্প্রীতির এই ঐতিহ্য রক্ষা করবো ইনশাআল্লাহ।
চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, আমরা চাঁদপুরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে দীর্ঘদিন ভাই ভাইয়ের মতো বসবাস করে আসছি। বিগত দিনে আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও সেটি হতে দেয়া হবে না। তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোপাগান্ডা ও গুজব ছড়ানো হয়। সেগুলো থেকে বাঁচতে আমরা মনে করি ছোটখাট কোনো বিচ্ছিন্ন ঘটনায় আমরা যেনো ফেসবুক নির্ভর না হই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানী, সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার তালুকদার, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, পৌর ইসলামী আন্দোলনের সেক্রেটারী মোহাম্মদ শরিফ মৃধা ও পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহার। এছাড়া জেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।