প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৩
২৮ সেপ্টেম্বর চাঁদপুরে জেলা টাস্কফোর্সের সভা
ইলিশের ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু ৪ অক্টোবর

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা সহ বিভিন্ন নদীতে ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় মা ইলিশ ডিম ছাড়ে এবং দেশের নদ-নদী ও সাগরে ইলিশের প্রজনন ঘটে সবচেয়ে বেশি। তাই এ সময়টাকে বলা হয় ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে ইলিশ ধরার নিষেধাজ্ঞার
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
তিনি জানান, এ সংক্রান্ত জেলা টাস্কফোর্সের মিটিং ২৮ অক্টোবর, ২০২৫ বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
এদিকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে বৃহস্পতিবার দুপুরে সরজমিনে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে সড়কযোগে ইলিশের আমদানি কিছুটা বেড়েছে। কিন্তু ছোট ছোট ইলিশের দাম কিছুটা কম হলেও বড়ো ইলিশের দাম অপরিবর্তিত।
ব্যবসায়ী ও জেলেরা জানান, প্রজনন মৌসুমের কারণে নদীতে ইলিশ মাছ আসতে শুরু করেছে। বর্তমানে ছোট সাইজের মাছ আসছে বেশি। সমুদ্র থেকে মাছ উঠতে শুরু করেছে। দু-তিন দিনের মধ্যে আরো মাছ আসবে। তবে বড়ো সাইজের মাছ একটু পরে আসা শুরু করবে।
ইলিশ মাছের প্রজনন মৌসুমের কারণে নদীতে মাছ আসবে এ আশায় আছেন চাঁদপুর ও শরিয়তপুরের জেলেরা। নিষেধাজ্ঞা শুরুর আগে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন তারা।
মেঘনা নদীর জেলে চাঁদপুর দক্ষিণ গোবিন্দিয়া গ্রামের বাসিন্দা ছলু খাঁ বলেন, আমাদের এই নদীতে ইলিশ ধরা পড়ছে খুবই কম। ছোট সাইজের মাছের সিংহভাগের পেটে ডিম রয়েছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার জানান, এ বছর ইলিশে আমরা ব্যবসায়ী আড়তদাররা ধরা। মোকামে তিনদিন ধরে ইলিশ মাছের আধিক্য দেখা গেলেও বিগত বছরের চেয়ে নগণ্য। সামনের কয়েকটা দিন ঘাটে ইলিশের আমদানি বাড়বে। সে আশায় আছেন শ্রমিকসহ ব্যবসায়ীরা।
ক্ষুদ্র মাছ বিক্রেতা পুরাণবাজার দাসপাড়ার ধীরেন বলেন, এক মাস ধরে বাজার কিংবা জেলেদের কাছ থেকে মাছ কিনে বিক্রি করার মতো সামর্থ্য ছিলো না। কারণ, জেলেরা যে মাছ ধরতো, তার পরিমাণ ছিলো খুবই কম। দাম এতো বেশি ছিলো, যা কিনে বিক্রি করা যেতো না। কারণ, বেশি দাম দিয়ে কেউ মাছ কিনতে চায় না। দু-তিন ধরে একটু মাছ পাওয়া যাচ্ছে মনে হয়। মেজবাহ মালের আড়ত থেকে ৪০০ টাকা কেজি দরে এক ঝুড়ি ছোট ইলিশ মাছ কিনেছি। লোহারপুল বাজারে বিক্রি করবো। চাঁদপুর মাছঘাটে এখন ছোট ইলিশ ৫/৬শ' টায় এক কেজি সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। ভারতে যদি না যেতো আরও কম দাম হতো।