বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র বিতরণ

মো. জাকির হোসেন
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র বিতরণ

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাঝে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষকে শৃঙ্খলাবদ্ধ ও সুসংগঠিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করে।

IMG-20250925-125827-181

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, সবিতা বিশ্বাস, মামুনুর রহমান, প্রণব কুমার দে, মাসুম পাটোয়ারী, প্রভাষক রাসেল মিয়া, নূর মোহাম্মদ ও তাহমিনা ইয়াসমিন রুপু।

IMG-20250925-125151-375

শিক্ষকরা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পরিচয়পত্র বহন শুধু পরিচয়ের প্রমাণ নয়, বরং নিরাপত্তা নিশ্চিতকরণ, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অত্যন্ত কার্যকর।

IMG-20250925-124708-276

অভিভাবকরা মনে করছেন, পরিচয়পত্র থাকায় শিক্ষার্থীরা দায়িত্ববোধ ও কর্তব্যনিষ্ঠার প্রতি আরও সচেতন হবে। অন্যদিকে শিক্ষার্থীরাও এটিকে গর্বের প্রতীক হিসেবে গ্রহণ করছে।

IMG-20250925-123556-884

অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “আগামীকাল থেকে প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং আগামী ১২ সেপ্টেম্বর পুনরায় খুলবে। এই সময়ে প্রত্যেক শিক্ষার্থীকে তাদের কলেজ ড্রেস তৈরি করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।”

IMG-20250925-123558-399

তিনি আরও কঠোরভাবে নির্দেশনা দেন, “কলেজ চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবে না।” এ বিষয়ে শিক্ষক মণ্ডলীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

1758787242208

প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলী আশা প্রকাশ করেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এই পদক্ষেপ শিক্ষার্থীদের শিক্ষা-জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়