প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:২০
ক্লিন চাঁদপুর-এর পক্ষ থেকে বাবুরহাট হাইস্কুল ও কলেজে ডাস্টবিন বিতরণ

সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে বাবুরহাট হাইস্কুল ও কলেজে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের মাঝে এগুলো তুলে দেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক অ্যাড. নূরুল আমিন খান আকাশ। এ সময় কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেনসহ ক্লিন চাঁদপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রতিবেদকের সাথে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নূরুল আমিন খান আকাশের আলাপকালে তিনি বলেন, 'আমি একজন ভালো মানুষ হবো' এ স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমার ব্যক্তিগত এবং আমার সংগঠনের পক্ষ থেকে সেবামূলক এ কাজটি করে যাচ্ছি। কলেজ ও হাইস্কুলে গিয়ে খুব ভালো লাগলো। আগামীতে চেষ্টা করবো শিক্ষার্থীদের জন্যে আরো ভালো কিছু করার।