প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪
শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মালামাল আত্মসাতের অভিযোগ

শাহরাস্তিতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মালামাল আত্মসাতের অভিযোগ এনেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও এলাকাবাসী।
জানা যায়, শাহরাস্তি পৌর ১১নং ওয়ার্ডের ভিংরা গ্ৰামে অবস্থিত ভিংরা জাবালে নূর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলাম লোকচক্ষুর আড়ালে ও কমিটিকে না জানিয়ে মাদ্রাসার মালামাল নিয়ে চলে গেছেন।
মাদ্রাসা কমিটির সভাপতি মো. আবুল বাশার জানান, আমরা কমিটির উল্লেখযোগ্য তিনজনই ঢাকায় থাকি। মাদ্রাসা শিক্ষক রাশেদুল ইসলাম আমাকে গত ২১ সেপ্টেম্বর রোববার ফোন করে জানান, তিনি আর এখানে চাকরি করবেন না। তখন আমি তাকে জানাই, মিটিংয়ের মাধ্যমে আমরা আপনাকে বিদায় জানাবো। কিন্তু এরই মধ্যে তিনি লোক চক্ষুর আড়ালে ২৪ সেপ্টেম্বর বুধবার মাদ্রাসা থেকে একটি ডিপ ফ্রিজ, একটি আইপিএস, তিনটি সিলিং ফ্যান, একটি গ্যাসের চুলা, একটি গ্যাস সিলিন্ডার, ছয়টি পড়ার টেবিল, একটি কাঠের আলমিরা, তিনটি নূরানীর বোর্ড, মসজিদের একটি মোটর পাম্প, হাঁড়ি, পাতিল, প্লাস্টিক চেয়ার ও দুটি সিলিং ফ্যানের টাকা নিয়ে চলে যান।
এ বিষয়ে শিক্ষক রাশেদ বলেন, আমি যে মালামাল এনেছি তার বেশিরভাগই আমার নিজের ক্রয় করা ছিলো। কিছু মালামাল স্থানীয় মানুষের সহযোগিতায় ছিলো। এছাড়া মাদরাসা থেকে আমাকে কোনো বেতনও দেয়া হতো না।