প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮
মতলব দক্ষিণে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
খেলাধুলা শারীর গঠনে সাহায্য করে এবং মাদকদ্রব্য থেকে দূরে রাখে
.......ইউএনও আমজাদ হোসেন

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেছেন, তোমরা আগামীদিনের ভবিষ্যৎ প্রজন্ম, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে দেশসেরা খেলোয়াড় হয়ে উঠতে পারো। খেলাধুলা শরীর গঠনে সাহায্য করে এবং মাদকদ্রব্য থেকে দূরে রাখে। মোবাইল আসক্তি এড়িয়ে বেশি বেশি লেখাপড়া ও খেলাধুলা করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ হচ্ছে, শিক্ষার্থীরা পড়ালেখা না করে অধিক রাত পর্যন্ত মোবাইলের নেশায় পড়ে থাকে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। তিনি আরও বলেন, এসব শিক্ষার্থী হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারবে।
|আরো খবর
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মতলব দক্ষিণে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে ও মতলব জগবন্ধু বিশ্বনাথ (জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক মো. আমির খসরু প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ফুটবল খেলায় (বালক) চ্যাম্পিয়ন হয়েছে মতলব জগবন্ধু বিশ্বনাথ (জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রানারআপ হয় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়, ফুটবল খেলায় (বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে কেএফটি কলেজিয়েট স্কুল এবং রানারআপ হয়েছে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ী ও বিজিত শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ও অন্যান্য ক্রীড়া ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।